সড়কের পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধার

লোকলজ্জার কাছে হার মেনেছে মায়ের মমতা, নিজের গর্ভজাত সন্তানকে ঠেলে দিয়েছিল মৃত্যুর মুখে- ফেলে গিয়েছিল নির্জন সড়কের পাশে।

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালশার সড়কের পাশ থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করেছে সোনিয়া নামের এক গৃহবধূ।

গৃহবধূ সোনিয়া জানান, বৃহস্পতিবার (২৭ অক্টোবর)  ভোর ৬ টার দিকে বাবার বাড়ি কুশনা-তালশার সড়কে হাটতে যান। এসময় সড়কের পাশেই একটি কাপড়ে মোড়ানো ওই নবজাতককে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে নবজাতককে বাড়িতে নিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে, উপজেলা প্রশাসন ও পুলিশ নবজাতকসহ ওই গৃহবধূকে আসতে বলেন।

সোনিয়া বলেন, গত এক মাস আগে আমার প্রথম বাচ্চা জন্মের পরই মারা যান। আল্লাহ এই বাচ্চাটিকে আমার কাছে পাঠিয়েছেন। আমি এই বাচ্চার লালন-পালনের দায়িত্ব নিতে চাই। 

সোনিয়া উপজেলার কুশনা বাজার পাড়ার রোকন মন্ডলের মেয়ে ও বলুহর রামচন্দ্রপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী রানা হামিদের স্ত্রী। 

এলাকাবাসী জানায়, অপকর্মের ফসল নিষ্পাপ নবজাতক শিশুটিকে কেউ হয়তো নির্জন জায়গায় ফেলে গেছেন। সময়মতো নবজাতক শিশুটিকে খুঁজে পাওয়ায় প্রাণে বেঁচে গেছে। না হলে হয়তো নবজাতকটি কোন বন্যপ্রাণীর খাবারে পরিণত হতো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. তারুনি পাশা জানান, সকাল সাড়ে ৯ টার দিকে সোনিয়া নামে এক গৃহবধূ একদিন বয়সের ওই নবজাতককে নিয়ে আসেন। প্রাথমিকভাবে কোনো সমস্যা না থাকায় তাকে পাঠিয়ে দেওয়া হয়। পরে জানতে পারি নবজাতকটি সড়কের পাশে পড়ে ছিল।

কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার উছেন মে নবজাতক পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের তত্ত্বাবধানে নবজাতককে হাসপাতালে রাখা হয়েছে। ইতোমধ্যে একটি কমিটি করে দেওয়া হয়েছে। সেই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেওয়া হয়েছে। যদি বাবা-মায়ের খোঁজ পাওয়া যায়, তাহলে বাবা-মায়ের কাছেই ফিরিয়ে দেওয়া হবে। না হলে কেউ যদি দত্তক নিতে চান, তাহলে নিয়মানুযায়ী নবজাতকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //