আশুলিয়ায় পোশাকশ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ

ন্যুনতম মজুরি বৃদ্ধির দাবিতে আজ শনিবার (৪ নভেম্বর) সকালেও রাস্তায় নেমেছেন পোশাকশ্রমিকরা। আশুলিয়ার জামগড়ায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

আশুলিয়া থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, ‘শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কারখানায় ঢুকে কাজে যোগ না দিয়ে বের হয়ে এসে আবদুল্লাহপুর-বাইপাল সড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশ তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের ওপর শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। পুলিশ কাঁদানেগ্যাস নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।’

আহত কয়েকজন শ্রমিককে জামগড়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে শ্রমিকরা ছাড়াও একজন ভ্যানচালক রয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //