দেশের মানুষের আয় বেড়েছে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে দেশের মানুষের আয় বেড়েছে। দেশে সব কিছুর দাম বাড়ছে সেটা অস্বীকার করার সুযোগ নেই। দাম বাড়ার কিছু কারণও আছে সেটার ব্যাখ্যা এখানে দিব না। সারা দেশে উন্নয়নের জোয়ারের কারণে নতুন ক্রেতা ও ভোক্তা প্রচুর পরিমাণ বেড়ে যাওয়ার তুলনায় আমাদের আমদানি তেমন একটা হয়নি। যার কারণে কিছুটা সমস্যা হচ্ছে। তবে সরকার বাজার নিয়ন্ত্রণে চেষ্টা করছে।

আজ রবিবার (৫ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের নতুন ভবনে পাঠদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই সব কথা বলেন। 

মন্ত্রী আরো বলেন, জাতীয় নির্বাচনের আরো অনেক দেরি আছে। তবে এখনো শতভাগ নির্বাচনী পরিবেশে তৈরি হয়নি। মাঠ পর্যায়ে আমরা ঘুরে দেখছি  ৮০ থেকে ৯০ ভাগ পরিবেশ তৈরি হয়েছে। তবে নির্বাচন যত ঘনিয়ে আসবে মানুষের মাঝে আনন্দ উদ্দীপনা বাড়তে থাকবে।

মন্ত্রী বলেন, দেশের মানুষ নির্বাচনী কেন্দ্রে গিয়ে ভোট দিবে এবং উন্নয়নের এই আওয়ামী লীগ সরকারকে তারা আবারও ক্ষমতায় আনবে।

হরতাল অবরোধের প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের অর্থনীতির প্রচণ্ড ক্ষতি হচ্ছে। রাজনীতির নামে দেশে যারা অশান্তি সৃষ্টি করছে তারা হয়ত ভুলে গেছে বাংলার মানুষ লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিল প্রয়োজনে আবারও লড়াই করে উন্নয়নের সংগ্রাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চালিয়ে যাবে। 

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক,দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //