ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা বাইপাস সড়কে বাস দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। সোমবার (৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর শিকারীকান্দা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত অন্তত ২০ যাত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী ফাইয়াজ এন্ড তাজ নামের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ নগরীর শিকারীকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে। অপরদিকে বাসটি মহাসড়কের ডিভাইডারে উঠে সেখানে থাকা বিলবোর্ডের পিলারে ধাক্কা খায়। এতে বিলবোর্ডটি ভেঙে পরে এবং বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন ও ময়মনসিংহ মেডিকেলে আরও একজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে আহত এবং নিহতদের পরিচয় জানতে পারেনি পুলিশ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ময়মনসিংহ সড়ক দুর্ঘটনা নিহত কোতোয়ালি থানা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh