গাজীপুরের কোনাবাড়িতে আজও সকাল থেকেই বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকরা দুটি বাসে আগুন দেয় বিক্ষুব্ধরা। ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কোনাবাড়িতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। সেখানে পুলিশ টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে গাজীপুরের বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুটি বাসে অগ্নিসংযোগ করে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকরা।
র্যাব-১ গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ ইয়াসির আরাফাত হোসেন, পোশাক শ্রমিকরা সংগঠিত হয়ে ওই স্থানে আজমেরী পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাস দুটির আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : গাজীপুর শ্রমিক আন্দোলন আগুন কোনাবাড়ি উপজেলা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh