যশোরের মণিরামপুর উপজেলার কুচলিয়া গ্রামের গৃহবধূ দেবী টিকাদারকে হত্যার দায়ে প্রেমিক পাচু বিশ্বাস ওরফে মৃত্যুঞ্জয়কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) যশোরের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতে বিচারক সোহানী পুষণ এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত পাচু বিশ্বাস মণিরামপুর উপজেলার নেবুগাতি গ্রামের জীবন বিশ্বাসের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম বকুল।
মামলার অভিযোগে জানা গেছে, মণিরামপুরের কুচলিয়া গ্রামের পীযুষ টিকাদার পেশায় একজন কাচামাল ব্যবসায়ী। ২০১৯ সালে পাচু বিশ্বাসের সাথে দেবী টিকাদার পরকীয়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে স্বামী সন্তান ফেলে পাচু বিশ্বাসের সাথে পালিয়ে যায় দেবী টিকাদার। কয়েক মাস পর অভয়নগরে নওয়াপাড়া বাজার থেকে দেবী টিকাদারকে বাড়িতে নিয়ে আসে। সংসার করতে থাকে দেবী টিকাদার।
২০২১ সালের ৩ এপ্রিল দুপুরে পীষুষ টিকাদার বাজারে চলে যান। রাতে বাড়ি ফিরে দেখেন তার স্ত্রী দেবী টিকাদার বাড়িতে নেই। ছেলের কাছে জানতে পারে কিস্তির টাকা আনতে প্রতিবেশীর বাড়ি গিয়ে আর ফেরেনি। ৫ এপ্রিল সকালে প্রতিবেশী মুকুন্দ সরকারের পুকুরপাড় থেকে ক্ষতবিক্ষত দেবী টিকাদারের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত দেবী টিকাদারের স্বামী পীষুষ টিকাদার বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে মণিরামপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে ডিবি পুলিশ তদন্তের দায়িত্ব পায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম হত্যার সাথে জড়িত সন্দেহে দেবী টিকাদারের প্রেমিক পাচু বিশ্বাসকে আটক করেন। আটক পাচু বিশ্বাস পরিকল্পনা করে দেবী টিকাদারকে ফোনে বাড়ি থেকে ডেকে পুকুর পাড়ে নিয়ে ছুরিকাঘাতে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায় বলে আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দেয়। এ মামলার দীর্ঘ তদন্ত শেষে আটক আসামি দেওয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় ওই বছরের ২৭ আগস্ট আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি পাচু বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত পাচু বিশ্বাস কারাগারে আটক আছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : যশোর গৃহবধূকে হত্যা কারাদণ্ড মণিরামপুর উপজেলা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh