ফজরের নামাজের পর আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) লালমনিরহাটের কালেক্টরেট মাঠে শুরু হয়েছে তিনদিনের জেলা ইজতেমা। আগামী শনিবার (১১ নভেম্বর) আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটির সুরা সদস্য আব্দুল খালেক।
ইজতেমায় ইসলামী জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করবেন তাবলীগ জামাতের মুরব্বি ও দেশবরেণ্য পাঁচ আলেম।
ইজতেমায় আগত মুসল্লিদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্থানীয় যমুনা ক্লিনিক ও লালমনিরহাট পৌরসভার সহযোগিতায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে।
জানাগেছে, এবারের ইজতেমায় প্রায় ৫০ হাজার মুসল্লি অংশ নিবেন। এছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে তাবলিগ জামাতের অনুসারি ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নিচ্ছেন বলেও জানিয়েছেন ইজতেমা বাস্তবায়ন কমিটির সদস্যরা।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, জেলা ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইজতেমা প্রাঙ্গন ও আশপাশের এলাকায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : লালমনিরহাট ইজতেমা আখেরী মোনাজাত
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh