মেয়াদ পূর্তির আগেই বিসিসি মেয়রের পদত্যাগ

আগামী ১৩ নভেম্বর দায়িত্ব গ্রহণের পাঁচ বছর পূর্তি হচ্ছে বরিশাল সিটির বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর। তার চারদিন আগেই মেয়রের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১টায় সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটুর নিকট দায়িত্ব বুঝিয়ে দিয়ে বিদায় নেন সাদিক আবদুল্লাহ। পরে সাড়ে ১১টার দিকে নগর ভবন ত্যাগ করেন তিনি।

আগামী ১৪ নভেম্বর বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত দায়িত্ব বুঝে নেবেন। তার আগপর্যন্ত প্যানেল মেয়র নঈমুল হোসেন লিটু মেয়রের দায়িত্ব পালন করবেন।

এদিকে, শেষ কর্মদিবসে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা জানানো হয়েছে সাবেক মেয়র সাদিক আবদুল্লাহকে। যা বরিশাল সিটি করপোরেশনের ইতিহাসে প্রথম। এর আগে তিনজন মেয়র দায়িত্ব পালন করলেও কাউকেই দেয়া হয়নি বিদায় সংবর্ধনা।

তবে চতুর্থ পরিষদের মেয়র সাদিক আবদুল্লাহকে নাগরিক সংবর্ধনা জানানো হয়। এ সংবর্ধনার আয়োজন করে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। তাকে নগর ভবন থেকে নগরীর কালীবাড়ি রোড সেরনিয়াবাত ভবন পর্যন্ত পথে পথে ফুলেল সংবর্ধনায় সিক্ত করা হয়। তার আগে মেয়র সাদিককে নগর ভবনের ছবি এবং ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা জানান কর্মকর্তা-কর্মচারীরা।

দায়িত্ব হস্তান্তর করে নগর ভবনের বাইরে অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে নিজের দায়িত্বকালিন সময়ে সকল ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে বলেন, এখন থেকে আমি সাধারণ মানুষ। মেয়র না থাকলেও সব সময় নগরবাসির পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

পরে সাদিক আবদুল্লাহ নগর ভবন থেকে বেড় হয়ে পায়ে হেটে নগরীর কালীবাড়ি রোডে নিজ বাসা সেরনিয়াবাত ভবনে যান। এসময় চকবাজার, গ্রির্জা মহল্লা, সদর রোড ও কালীবাড়ি রোডের দুই পাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীরা ফুল ছিটিয়ে তাকে সংবর্ধনা জানান।

এ সংবর্ধনা আয়োজনের ফলে প্রায় দুই কিলোমিটার সড়কজুড়ে তীব্র যানযটের সৃষ্টি হয়। পরে বেলা ১২টায় কালীবাড়ি রোডে সেরনিয়াবাত ভবনে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে তাকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।

বরিশাল সিটির ১ নম্বর প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু জানান, তিনি প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন। আগামী চার দিন পর এই পরিষদের মেয়াদ শেষ হলে ১৪ নভেম্বর নতুন মেয়রের কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করবেন। মেয়াদ শেষ হওয়ার ৪ দিন আগেই মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ অব্যাহিত নেয়ায় নতুন মেয়রের হাতে তিনি দায়িত্ব বুঝিয়ে দিতে পারছেন না।

অপরদিকে আগামী ১৪ নভেম্বর নগর ভবনে মেয়রের দায়িত্বভার বুঝে নিবেন নতুন মেয়র। এ উপলক্ষে সাজানো হচ্ছে গোটা নগরী। ওই দিন নতুন মেয়রের অভিষেক অনুষ্ঠানের নানান আয়োজন করা হয়েছে। যেখানে দেশের চারটি সিটির বর্তমান মেয়রদের অংশগ্রহণের কথা রয়েছে।

উল্লেখ্য, গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভাতিজা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে বাদ দিয়ে তার চাচা আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //