লক্ষ্মীপুরে স্কুলছাত্র রবিউল ইসলাম শিমুলকে (১৪) হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।
এসময় মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাজু ভূঁইয়া নামে একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। তাজু চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব।
সাজা প্রাপ্তরা হলেন- চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের ইলিয়াস, সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কালা মাসুদ, উত্তর জামিরতলী গ্রামের নুর মোহাম্মদ লিটন, পশ্চিম লতিফপুর গ্রামের সাদ্দাম, আনোয়ার হোসেন সাদ্দাম ও নোয়াখালীর বেগমগঞ্জের আমান উল্যাহপুর ইউনিয়নের গোবিন্দের খিল গ্রামের শাহরিয়ার রাশেদ।
মামলার এজাহার ও নিহতের স্বজনরা জানান, নিহত শিমুল মামলার বাদী কাজী মামুনুর রশীদ বাবলুর ভাগিনা। ২০১৪ সালের ২১ এপ্রিল বাবলু অসুস্থ হয়ে লক্ষ্মীপুরে একটি হাসপাতালে ভর্তি ছিলেন। বাড়িতে তার মা-ভাবি ও ভাগিনা ছিল। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে অস্ত্র হাতে কয়েকজন মুখোশধারী বাবলুর বাড়িতে ঢোকে। এসময় ভয়ে বাবলুর মা ও ভাবি পালিয়ে যান। কিন্তু পালায়নি শিমুল। পরে দুর্বৃত্তরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করলে শিমুল বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শিমুলকে তুলে নিয়ে দেওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গুলি করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। ঘটনার ১৪ দিন পর ৫ মে বাবলু বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় হত্যা মামলা করেন।
ছয় বছর পর ২০২০ সালের ৪ মার্চ পিবিআই নোয়াখালী কার্যালয়ের পুলিশ পরিদর্শক মো. আনোয়ার উল ইসলাম আদালতে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
মামলার বাদী বাবলু বলেন, তাকে হত্যা করতে গিয়ে আসামিরা তার ভাগিনা শিমুলকে হত্যা করেছে। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ইলিয়াস আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : লক্ষ্মীপুর যাবজ্জীবন হত্যা কারাদণ্ড আদালত
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh