পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে পলাশ চন্দ্র বর্মণ (৩৫) নামে ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ রবিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের হাজি সাহার আলী স্কুলের দক্ষিণ পাশে রেললাইনের উপর এ ঘটনাটি ঘটে।
জানা যায়, মৃত যুবক পলাশ চন্দ্র বর্মণ রাধানগর ইউনিয়নের রাধানগর ঠাকুরবাড়ি গ্রামের হরদেব চন্দ্র বর্মণের ছেলে। তিনি জন্মগত ভাবে মানসিক ভারসাম্যহীন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে এলাকায় ঘুরতেন পলাশ। এদিকে রবিবার সকালে রেললাইনের উপর দিয়ে হাঁটতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি ট্রেনের নিচে পড়ে যান। এসময় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান পলাশ। ঘটনার পর পরেই স্থানীয়রা ইউনিয়ন পরিষদে বিষয়টি অবগত করলে ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয় চেয়ারম্যান আবু জাহেদ।
রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ ট্রেনে কাটা পড়ে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরতহাল করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পঞ্চগড় ট্রেন দুর্ঘটনা মৃত্যু আটোয়ারী উপজেলা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh