বেনাপোলে ১২ স্বর্ণের বার জব্দ, আটক ৩

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১ কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

আজ রবিবার (১২ নভেম্বর) ভোরে দৌলতপুর সীমান্তের কৃষ্ণপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের কদম আলীর ছেলে জালাল উদ্দিন (৩৭ একই গ্রামের রুহুল আমিনের ছেলে নুরুজ্জামান (৩৮) ও আনার উদ্দিনের ছেলে আজমীর (২০)।

বিজিবি জানায়, গোপন খবরে তারা জানতে পারেন স্বর্ণের একটি বড় চালান দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতের পাচার হবে। এমন খবরে বিজিবির একটি অভিযানিক দল দৌলতপুর সীমান্তের কৃষ্ণপুর রাস্তার ওপর অবস্থান নেয়। এসময় দৌলতপুর অভিমুখে আসা একটি মোটর সাইকেল গতিরোধ করে তিন পাচারকারীকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১২টি স্বর্ণের বার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. খুরশীদ আনোয়ার (পিএসসি) জানান, জব্দকৃত স্বর্ণের বারগুলো ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে এবং আটক তিন পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //