কবি নজরুলের গান বিকৃতি করায় প্রতিবাদ সমাবেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী রণসঙ্গীত ‘কারার ঐ লৌহকপাট’ গানটি ভারতীয় সঙ্গীত পরিচালক এ.আর. রহমান দ্বারা বিকৃতভাবে সুর পরিবর্তন করায় নেত্রকোণায় প্রতিবাদ সমাবেশ হয়েছে।

‘আমরা একাত্তর’ নেত্রকোণা জেলা শাখার আয়োজনে আজ শনিবার (১৮ নভেম্বর) সকালে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে এ প্রতিবাদ সমাবেশ হয়।

আনুমানিক ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ চলাকালে সাংস্কৃতিক কর্মী ও আয়োজক সংগঠনের সদস্য নীলম বিশ্বাস রাতুলের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য দেন, অধ্যাপক হারাধন সাহা, দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম শাহজাহান কবীর, জেলা আওয়ামী লীগের সদস্য ও নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম জেলা শাখার সভাপতি কুন্তল সরকার, উদীচী শিল্পী গোষ্ঠী জেলা শাখার সাধারণ সম্পাদক অসীত ঘোষ, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক চিন্ময় তালুকদার, সাংগঠনিক সম্পাদক শেখ আমিনুল ইসলাম, এনজিও কর্মী সুরজিৎ ভৌমিক, অ্যাডভোকেট আশিষ সরকার উৎপল প্রমুখ। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //