শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মিজানুর রহমান (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে তাকে রাজশাহী জেলার গোদাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মিজানুর রহমানের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া গ্রামে। সুমন নামে ১০ বছরের এক বালককে অপহরণের দায়ে মিজানুরের সাজা হয়।

র‌্যাব ১৪ জামালপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানি সিপিসি ১ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিজানুর রহমান গাজীপুরের জয়দেবপুরে কাজের সুবাদে সুমনের পিতা মো. মোস্তফার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। ফলে সুমনের সাথে মিজানুর রহমানের সুসম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সুযোগেই সুমনকে অপহরণ করার পর সুমনের পিতার কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে মিজানুর।

পরবর্তীতে সুমনের পিতা বাদী হয়ে মিজানুরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় দোষী প্রমাণিত হলে বিজ্ঞ আদালত মিজানুরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। ২০১৩ সালে সাজা হবার পর থেকেই মিজানুর পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর তাকে শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //