টেকনাফে বসতবাড়িতে মিলল মদ ও বিয়ার

টেকনাফের নয়াপাড়া এলাকা থেকে ৩ বোতল বিদেশি মদ এবং ১৪০ ক্যান বিয়ারসহ এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাব৷ 

আটককৃত ব্যক্তি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ড নোয়াপাড়া এলাকার শমসুল আলমের ছেলে ইদ্রিস মিয়া (২১)।

আজ শনিবার (১৮ নভেম্বর) বিকেলে কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাতে র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় নবী হোসেনের বসত বাড়িতে কতিপয় মাদক কারবারির  অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদ ও ক্যানবিয়ার কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে এ ধরণের তথ্য ছিল। এই তথ্যের ভিত্তিতে আমাদের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারির বিধি মোতাবেক বসত বাড়ির আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৪০ ক্যান বিয়ার এবং ৩টি বিদেশি কাঁচের মদের বোতল উদ্ধার করা হয়।

আটক মাদককারবারি জানান, তিনি বেশ কিছুদিন যাবত মাদকদ্রব্য বিয়ার ও বিদেশি মদ টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলেন।

আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জব্দকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //