রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০৮:০১ পিএম
আপডেট: ১৮ নভেম্বর ২০২৩, ০৮:৩৬ পিএম
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০৮:০১ পিএম
রাঙ্গামাটি প্রতিনিধি
আপডেট: ১৮ নভেম্বর ২০২৩, ০৮:৩৬ পিএম
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে ‘প্রত্যাখান’ করে আগামীকাল রবিবার থেকে ডাকা দুইদিনের হরতালের সমর্থনে রাঙ্গামাটিতে ঝটিকা মিছিল করেছে বিএনপি।
আজ শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাঙ্গামাটি জেলা শহরের ট্রাক টার্মিনাল থেকে দোয়েল চত্বর পর্যন্ত ঝটিকা মিছিল করে দলটির নেতাকর্মীরা।
ঝটিকা মিছিল কর্মসূচি থেকে নেতাকর্মীরা সাধারণ জনগণকে বিএনপি ঘোষিত দুই দিনের হরতাল পালনের আহ্বান জানিয়েছে।
ঝটিকা মিছিলে সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা মনি স্বপন দেওয়ানের নেতৃত্ব জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের উপ-জাতি বিষয়ক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নূর নবী, সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিনসহ বিএনপি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিলকে ‘প্রত্যাখান’ করে রবি ও সোমবার টানা ৪৮ ঘন্টার হরতাল ডেকেছে বিএনপি। একই কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। তবে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ আন্দোলন কর্মসূচির শুরু থেকে এখনো রাঙ্গামাটিতে জামায়াতের কোনো কর্মসূচি দেখা যায়নি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : রাঙ্গামাটি হরতাল হরতাল সমর্থনে ঝটিকা মিছিল বিএনপি
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh