বরিশালের সকল দপ্তরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বরিশালের সকল সরকারি অফিসের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। তিনি বলেছেন, সরকারি অফিসের আশেপাশে সন্দেহজনক কাউকে দেখলেই তাৎক্ষণিক পুলিশকে খবর দিতে হবে। তবে কোনো সেবাপ্রত্যাশি যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন তিনি।

গতকাল রবিবার (১৯ নভেম্বর) সকালে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তৃতাকালে জেলা প্রশাসক এই নির্দেশনা দিয়েছেন।

এসময় জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। নির্বাচন ঘিরে কেউ যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা বা ষড়যন্ত্র করতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী দায়িত্ব পালন করবে। তাদের সাথে নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারী নির্বাচনের দায়িত্ব পালনে সহযোগিতা করবেন।

এদিকে, মাসিক উন্নয়ন সমন্বয় সভায় বরিশাল জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তারা তাদের দপ্তরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন।

এর মধ্যে বরিশাল জেলার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, কালাজ্বর নির্মূলে বাংলাদেশ বিশ্বে প্রথম স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশই বিশ্বের মধ্যে একমাত্র দেশ যারা প্রথম কালাজ্বর নির্মূল করতে সক্ষম হয়েছে।

অপরদিকে, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ বলেন, বরিশার নগরীর অভ্যন্তরে সাতটি খালের খননসহ উন্নয়ন কাজ আগামী সপ্তাহে শুরু হবে। এরই মধ্যে দরপত্র কার্যক্রম সম্পন্ন হয়েছে। খালগুলো খনন কাজ সম্পন্ন হলে নগরী জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে।

এছাড়া বরিশাল জেলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, আগামী শিক্ষাবর্ষে বিতরণের জন্য সন্তোষজনক বই পাওয়া গেছে। প্রাপ্ত বইয়ের পরিমাণ চাহিদার ৯৪ শতাংশ। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় অন্যান্যদের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানসহ সমন্বয় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //