ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আপন ভাইয়ের হাতে মোহাম্মদ ইয়াকুব আলী ভূঁইয়া (৪৮) নামের এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার সিংগারবিল ইউনিয়নের শ্রীপুর বড় বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইয়াকুব আলী ভূঁইয়া ওই এলাকার মৃত সুরুজ আলী ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও পরিবারের লোকজন জানায়, পৈত্রিক সম্পত্তির ভাগভাটোয়ারা নিয়ে দীর্ঘ দিন ভাই মো ইসহাক আলী ভূঁইয়ার সাথে মোহাম্মদ ইয়াকুব আলী ভূঁইয়া বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে সীমানাপ্রচীর নির্মাণকে কেন্দ্র করে মো. ইসহাক আলী ভূঁইয়া তার ছেলে সালাহউদ্দিন ভুঁইয়া, জাহিদ হাসান ভুঁইয়া ও স্ত্রী জোসনা বেগম সংঘবদ্ধভাবে মোহাম্মদ ইয়াকুব আলী ভূঁইয়ার উপর হামলা করে। এসময় ইয়াকুব ভূইয়ার পরিবারের লোকজনের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে। এরই একপর্যায়ে হাতে থাকা লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মোহাম্মদ ইয়াকুব আলী ভূঁইয়ার মৃত্যু হয়।
বিজয়নগর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. রাজু আহমেদ জানান, লাশের ময়না তদন্ত করার জন্য জেলা সদর হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh