যশোরের বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামে অভিযান চালিয়ে ২১টি ককটেল উদ্ধার করছে র্যাব-৬ সদস্যরা।
র্যাব জানায়, আজ মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের ভবেরবেড় গ্রামে অভিযান চালিয়ে ঝোপের মধ্যে থেকে বালতিতে রাখা ২১টি ককটেল বোমা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো নাশকতামূলক কাজে ব্যবহারের জন্য সংগ্রহ করা হয়েছিল বলে র্যাব ধারণা করছে।
এ ব্যাপারে যশোর র্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন বলেন, উদ্ধারকৃত ককটেলগুলো বেনাপোল পোর্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, উদ্ধারকৃত ককটেল মজুদকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র্যাব-৬ এর অভিযান অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : যশোর ককটেল উদ্ধার বেনাপোল উপজেলা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh