রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের অভিযোগে এনজিও কর্মী আটক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থার মাঠকর্মী হিসেবে কর্মরত মো. আরিফ উল্লাহকে (২৫) দেশীয় তৈরি ২টি এলজি বন্দুকসহ আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ৬ নম্বর জেটি ঘাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, মহেশখালী থেকে এসব অস্ত্র সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছিল রোহিঙ্গা ক্যাম্পে। এনজিও কর্মী হলেও দীর্ঘদিন ধরেই রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ করে আসছিল আরিফ উল্লাহ।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে কক্সবাজার সদর থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কক্সবাজার সদর সার্কেলে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

আটককৃত মো. আরিফ উল্লাহ মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার আবুল কালামের ছেলে। এক বছর ধরে সেই উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থার মাঠকর্মী হিসেবে কর্মরত।

মিজানুর রহমান বলেন, এনজিও সংস্থা ব্র্যাকের মাঠকর্মী হলেও আরিফ উল্লাহ দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অস্ত্র পৌঁছে দিয়ে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে তাকে আটকের চেষ্টা করলেও পুলিশ অনেকবার ব্যর্থ হয়। সর্বশেষ সোমবার রাতে ২টি এলজি বন্দুকসহ তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের বিষয়টি স্বীকার করেছেন তিনি।

স্বীকারোক্তিতে আরিফ উল্লাহ জানায়, মহেশখালী থেকে অস্ত্র কিনে বেশি দামে রোহিঙ্গাদের কাছে বিক্রি করে আসছিলেন তিনি। এনজিও কর্মী হওয়ার সুবাদে তাকে কেউ সন্দেহ করত না।

মিজানুর রহমান জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা করে যুবককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //