বেনাপোলে ১০ দোকানে তালা ঝুলিয়ে দিল পুলিশ

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে দুইজন পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় ১০টি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে পোর্ট থানার পুলিশ।

আজ বুধবার (২২ নভেম্বর) সকালে শারমিন ও জাকির হোসেন নামে দুই পাসপোর্টধারী যাত্রীর সাথে এ ঘটনা ঘটে।

প্রতারণার অভিযোগে যাদের দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে সেগুলো হলো- বেনাপোল চৌধুরী মার্কেটের রবিউল ইসলামের মধুমতি স্টোর, ইবাদত হোসেন, মফিজুর রহমান, আমিন উদ্দিন, মসজিদ মার্কেটের ইয়ামিন, ঢাকা হোটেলের পিছনে রিংকু মিয়া, রাজলক্ষ্মী স্টোরের মুসা, রেজাউল মার্কেটে মিলন, হোটেল ফ্রেসের পাশে শহিদুলের দোকান ও শাওন এন্টারপ্রাইজের শাহিন।

এর মধ্যে ভ্যাকসিন সনদ জালিয়াতি, যাত্রী হয়রানিসহ নানান ধরনের প্রতারণার অভিযোগে গত চার মাসে শাওন এন্টারপ্রাইজে চার বার তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। এছাড়াও বেনাপোলের সাদিপুর গ্রামের মমিনের ছেলে শামিমকে এক মাসের মধ্যে দুইবার জাল ট্যাক্সসহ গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এর আগেও একাধিকবার এসব দোকানে তালা ঝুলিয়ে প্রতারকদের গ্রেপ্তার করা হয়। প্রতারকরা প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকায় বারবার ছাড়া পেয়ে আবারও জড়িয়ে পড়েন প্রতারণার কাজে। প্রতারকচক্র বাস স্ট্যান্ড, রেলস্টেশন ও বন্দর প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থান করেন। দ্রুত পাসপোর্টে কাজ করিয়ে দেওয়ার কথা বলে এসব দোকানে বসাতো পাসপোর্টধারী যাত্রীদের। পরে তাদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণার মাধ্যমে জাল ভ্রমণকর, রশিদ তৈরি, কখনও সাথে থাকা টাকার নাম্বার লেখার কথা বলে কৌশলে হাতিয়ে নেয় যাত্রীদের টাকা। প্রতারকরা দীর্ঘ দিন ধরে চেকপোস্টের আশেপাশে দোকান ঘর ভাড়া নিয়ে বিভিন্ন নামে বেনামে সাইনবোর্ড লাগিয়ে এসব দোকান ঘরে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান,  আজ সকালে চেকপোস্টে দুইজন পাসপোর্টধারী যাত্রীর সাথে প্রতারণার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১০টি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতারকরা পালিয়ে যায়।

তিনি আরো জানান, এর আগেও এমন ধরনের অভিযোগে কয়েকটি দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে তাদের পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //