সাভারে অটোরিকশা চালক হত্যায় গ্রেপ্তার ৫

ঢাকার সাভারে অটোরিকশা চালককে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ সোমবার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।

গত ৮ অক্টোবর সাভারের ভাকুর্তার কাইশার চর এলাকায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন- রাজু (৩০), মো. মহসিন (৪০), মো. নুর আলম (২৮), মো. ইসমাইল (২০), মো. আক্তার (১৯)। তারা সবাই ভোলা জেলার বাসিন্দা।

নিহত অটোরিকশা চালকের নাম রমজান আলী (৪৮)।

র‌্যাব জানায়, ৮ অক্টোবর যাত্রীবেশে অটোরিকশায় উঠে ওৎ পেতে থাকা অপর সদস্যদের সহায়তায় অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। এতে চালক ডাকচিৎকার করলে অভিযুক্তরা তার গলায় গামছা পেঁচিয়ে হাত-পা বেঁধে তাকে হত্যা করে। তার মরদেহ ফেলে অটোরিকশা, টাকা-পয়সা ও মোবাইল ফোন নিয়ে যায়। এরপর তারা কিছু দিন বরিশাল ও ভোলায় আত্মগোপন করার পর ঢাকায় ফিরে স্বাভাবিক জীবনযাপন শুরু করে। একই সঙ্গে ছিনতাই ও ডাকাতি চালিয়ে যায়। বিষয়টি নিয়ে তদন্তের পর রবিবার ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

রাকিব মাহমুদ খান বলেন, গ্রেপ্তাররা ওই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকায় অটোরিকশা চালাতো তারা। সম্প্রতি সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে যাত্রী সেজে অটোরিকশায় উঠে সেটি ছিনিয়ে নিতো। এছাড়া চালককে মারধর ও হত্যার ঘটনাও ঘটাতো।


গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //