ধামরাইয়ে যুবকের মরদেহ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে সায়েদুর রহমান (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের বাইশাকান্দা বাজারের কৃষ্টখালী এলাকায় জঙ্গলের ভিতর থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সায়েদুর রহমান (৩৮) মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জয়মন্ডপ (দেউলী লক্ষীদিয়া) এলাকার খলিলুর রহমানের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীরা রাস্তার পাশে জঙ্গলের ভিতরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহটির গলায় গামছা পেঁচানো ও নাভির ডান পাশে হালকা ক্ষতের চিহ্ন রয়েছে। 

এ বিষয়ে ধামরাই থানার ওসি হারুন অর-রশিদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //