পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে ‘হতাশা’ প্রকাশ

পার্বত্য চট্টগ্রাম চুক্তি সইয়ের ২৬ বছরে এসে পূর্ণ বাস্তবায়ন নিয়ে ‘হতাশা’ প্রকাশ করেছে সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষরকারী রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘গণসমাবেশে’ চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছেন সন্তু লারমার নেতৃত্বাধীন দলটির নেতারা। অন্যথায় আন্দোলন, লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে চুক্তি বাস্তবায়ন করা হবে ‘হুঁশিয়ারি’ দিয়েছে জেএসএস।

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষে শনিবার (২ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে গণসমাবেশ করেছে জনসংহতি সমিতি (জেএসএস) রাঙ্গামাটি জেলা কমিটি। ‘জুম্ম জাতীয় ঐক্য ও সংহতি দৃঢ় করুন; সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করুন’- এই স্লোগানে অনুষ্ঠিত সমাবেশ প্রধান অতিথি ছিলেন- জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জলিমং মারমা।

জনসংহতি সমিতি রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, জনসংহতি সমিতির সমিতির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক জুয়েল চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির চাকমা পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শান্তি দেবী তঞ্চঙ্গ্যা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সরকারের দায়িত্ব চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা। চুক্তি সাক্ষরের পর ২৬ বছর পার হলেও চুক্তির যথাযথ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে নানা ধরনের সংকট তৈরি হচ্ছে। পাহাড়ি জনগোষ্ঠীর ওপর সকল নিপীড়ন বন্ধের পাশাপাশি চুক্তির পূর্ণ বাস্তবায়ন করে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।


এদিকে সকাল ৯টায় জেলা শহরের কল্যাণপুর থেকে রাঙ্গামাটি ক্যান্টনমেন্ট পর্যন্ত পার্বত্য চুক্তির ২৬ বছর উদযাপন উপলক্ষে ‘শান্তি র‌্যালি’ করে সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়ন ও সদর জোন। এরপর বেলা ১১টায় কাপ্তাই হ্রদে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে বিকেল ৩টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে পৌরসভা চত্বর পর্যন্ত ‘আনন্দ র‌্যালি’ করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। র‌্যালিতে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটির সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার এমপি।

নির্বাচনী আচরণবিধিমালায় সরকারি-দলীয় সভা-সমাবেশে উপস্থিত না থাকার নির্দেশনা থাকলেও সেটি অমান্য করে অনুষ্ঠানে যোগ দিয়েছেন দীপংকর তালুকদার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //