দলকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই: সাকিব

মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসান বলেন, জেলা আওয়ামী লীগের সবাইকে সাথে নিয়ে মাগুরাকে এগিয়ে নিতে চাই। যেহেতু প্রধান মন্ত্রী আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনাদের মতামত সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সব সময় কাজে বিশ্বাস করি। কাজের মাধ্যমেই সব কিছুর প্রমাণ দিতে চাই। 

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে মাগুরা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা এ কথা বলেন তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন, মাগুরা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, সহ সভাপতি মুন্সি রেজাউল হক, আবু নাসের বাবলু, সৈয়দ শরিফুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী কামরুল লাইলা জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মাকুলসহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বর্ধিত সভায় দলীয় নেতারা আসন্ন সংসদ নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।

উল্লেখ্য, সভা শেষে সাকিব অনানুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে তিনি নির্বাচনী প্রচরনাকালীন সময়ে তাদের সহযোগিতা কামনা করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //