লক্ষ্মীপুরে আ.লীগ নেতাকে গ্রেপ্তার দাবিতে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরের রায়পুরে ভূমিহীন দিনমজুর রতন কবিরাজের জমি দখলের অভিযোগে আওয়ামী লীগ নেতা মনির হোসেন মোল্লাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

আজ বুধবার (৬ ডিসেম্বর) সকালে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অভিযুক্ত মনির হোসেন মোল্লা রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান রশিদ মোল্লার ছেলে।

ভুক্তভোগী রতন কবিরাজ একই ইউনিয়নের চরকাচিয়া গ্রামের শামছুল হকের ছেলে।

ভুক্তভোগী রতন কবিরাজ বলেন, ২০১৬ সালে চরকাচিয়া মৌজায় ১১০০১/৫৫ দাগে ভূমিহীন হিসেবে তাকে সরকার ৬০ শতক জমি বন্দোবস্ত দেন। তবে ওই সম্পত্তি জোর করে মনির হোসেন মোল্লা দখল করেন। এসময় স্থানীয় ভূমি অফিস থেকে নথি উত্তোলন করে এই আওয়ামী লীগ নেতা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। রতন কবিরাজ ওই টাকা না দেওয়ায় মনির মোল্লা ও তার সহযোগী মহি উদ্দিন গাজী তার ছেলে শরীফ কবিরাজকে মারধর করে তার অটোরিকশাটি নিয়ে যায়। পরে প্রশাসনের কাছে অভিযোগ দিয়ে ১৪দিন পর অটোরিকশাটি উদ্ধার করেন তিনি। স্থানীয় পর্যায়ে বৈঠক, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো সুরাহা হয়নি বলে দাবি করেন রতন কবিরাজ। পরে তিনি মনির হোসেন মোল্লা ও তার সহযোগী মহি উদ্দিন গাজীর বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

এসময় ভুক্তভোগী রতন কবিরাজের স্ত্রী জানান, জমি দখল, হয়রানি ও হুমকির প্রতিবাদে মনির হোসেন মোল্লা ও তার সহযোগী মহি উদ্দিন গাজীর তার স্বামী রতন কবিরাজ আদালতে মামলা দায়েরের পর থেকে তাদেরকে হুমকি দিচ্ছে অভিযুক্তরা। এসময় প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবারটি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //