হলফনামায় সম্পদের বিবরণ দেননি নৌকার প্রার্থী

ঝিনাইদহ-২ আসনের সরকার দলীয় (আওয়ামী লীগ) প্রার্থী বর্তমান সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমির হলফনামা অসম্পূর্ণ। হলফনামায় স্থাবর, অস্থাবর কোনো সম্পদের বিবরণ দেননি তিনি। ঘটনাটি রাজনৈতিক মহলে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে।

প্রতিবেদকের হাতে আসা হলফ নামা সূত্রে জানা যায়, ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু উপজেলা) আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমি (এমপি) হলনামায় কোন তথ্য প্রদান করেননি। 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তাহজীব আলম সিদ্দিকী অস্থাবর সম্পদ (ক) এবং (খ) স্থাবর সম্পদের হলফনামায় ঘরগুলো ফাঁকা রয়েছে। হলফনামায় কোন তথ্য প্রদান করেননি তিনি। ফরমের ভিতরের অংশে আয়কর রিটার্নে উল্লেখিত এবং সংযুক্ত বাক্যটি লেখা রয়েছে। এছাড়া হলফনামায় উল্লেখ না থাকায় তাহজীব আলম সিদ্দিকীর (আওয়ামী লীগ দলীয় প্রার্থী) বর্তমান স্থাবর- অস্থাবর সম্পদ স্বর্ণ নগদ টাকা গাড়ি বাড়ির কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা রোকুনুজ্জামান খবর নিশ্চিত করেছেন। এই কর্মকর্তার ভাষায় হলফনামায় ভুল তথ্য দেওয়ার কোনো বিধান নেই।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //