সবজিবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের

যশোরের চৌগাছায় মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে সবজিবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। চৌগাছা-ঝিকরগাছা রোডে চৌগাছার পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামের মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পাশাপোল ইউনিয়নের মালিগাতী গ্রামের আলী হোসেনের ছেলে নুর ইসলাম (৪০) ও দুড়িয়ালি গ্রামের আসারফ হোসেনের জামাতা আয়ুউব হোসেন (৫৫)। আয়ুউব হোসেন ঝিকরগাছা উপজেলার বেলে বিশেহরি গ্রামের বাসিন্দা। তিনি মালিগাতী গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিকরগাছা থেকে ছেড়ে আসা চৌাগাছামী সবজি বোঝাই একটি ট্রাক পলুয়াগ্রামের মসজিদ মোড়ে পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক নুর ইসলাম ও মোটরসাইকেলের আরোহী আয়ুউব হোসেন মারা যান।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত সবজি বোঝাই ট্রাক জব্দ করে দশপাকিয়া পুলিশফাড়ি হেফাজতে রাখা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //