হবিগঞ্জে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনায় মামলা

হবিগঞ্জের মাধবপুরে ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) উপ-মহাব্যবস্থাপক কে এম এমদাদুল হকের গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনায় থানা মামলা হয়েছে। আজ বুধবার (১৩ ডিসেম্বর) এনটিসির উপ-মহাব্যবস্থাপকের গাড়িচালক রমজান মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

বুধবার রাতে থানার ওসি মরকিবুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আসামি গ্রেপ্তারে অভিযান চলছে। 

এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার সুরমা চা বাগান এলাকায় এ ডাকাতি হয়। 

বাগানের বাসিন্দারা জানান, মঙ্গলবার দিবাগত রাতে এমদাদুল হক ও তার পরিবারের কয়েকজন সদস্য গাড়িতে তেলিয়াপাড়া চা বাগান থেকে চন্ডিছড়া বাংলোয় ফিরছিলেন। পথে বাগানের ভেতরের রাস্তায় ডাকাতরা গাড়িটি থামিয়ে সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুটে নেয়।  

একই স্থানে ডাকাতদের কবলে পড়েন শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীসহ আরও ১০ থেকে ১২ জন লোক।

স্থানীয়রা জানান, ডাকাতরা ধারাবাহিকভাবে কয়েকটি গাড়ি আটক করে যাত্রীদের বেঁধে রাখে। সবার মালামাল লুটে তারা ঘটনাস্থল ত্যাগ করে। ডাকাতরা চলে যাওয়ার পর চিৎকার শুনে ডাকাতির শিকার ব্যক্তিদের উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা।  

এএসপি নির্মলেন্দু চক্রবর্তী বলেন, ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ব্যাপারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //