আচরণ বিধি লঙ্ঘন

ঝিনাইদহে আরও দুই নৌকা প্রার্থীকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ঝিনাইদহ-১ আসনের  (শৈলকুপা উপজেলা) মো. আব্দুল হাই ও ঝিনাইদহ-২ আসনের (হরিণাকুন্ডু-ঝিনাইদহ সদর) তাহজীব আলম সিদ্দিকীকে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেইসাথে ১৭ ডিসেম্বর বেলা ১১টার মধ্যে স্বশরীরে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. রোকুনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানিয়েছেন, ১৩ ডিসেম্বর শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধলোহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম আহমেদ নৌকা প্রতীকের পক্ষে জনসভা করেন এবং শতাধিক মোটরসাইকেল মহড়াসহ সভায় যোগদান করেন। এছাড়াও ১২ ডিসেম্বর বিকেলে উপজেলার কাতলাগাড়ি বাজারে সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মামুন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিমের নেতৃত্বে জনসভা হয় এবং সেখানে সতন্ত্র প্রার্থীর এজেন্টদের হুমকি প্রদান করেন তারা। ১০ ডিসেম্বর উপজেলার ভাটই বাজারে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে নেতাকর্মীরা নৌকা প্রতীকের শ্লোগান দেন। সেইসাথে প্রার্থী আব্দুল হাইয়ের ছেলে উপজেলার শেখপাড়া হাজি মার্কেটের সামনে জনসভা করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //