শেরপুরে বন্যহাতির তাড়ায় বৃদ্ধের মৃত্যু

শেরপুরের শ্রীবর্দী উপজেলার গারো পাহাড় এলাকায় বন্য হাতির তাড়া খেয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার বালিঝুড়ি রেঞ্জের শয়তান বাজার পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

বৃদ্ধের নাম হাজী মো. আব্দুল হামিদ (৭০)। তিনি শেরপুর সদর উপজেলার বাকারকান্দা গ্রামের বাসিন্দা। আব্দুল হামিদ শ্রীবর্দী উপজেলার কর্ণঝোড়া জামে মসজিদে তাবলীগ জামায়াতে গিয়েছিলেন।

বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম জানিয়েছেন, বুধবার রাতে মসজিদের কাছে হাতি লোকালয়ে নেমে এলে হামিদ উৎসাহের বশে হাতি দেখতে যান। এসময় স্থানীয়রা বন্য হাতিকে উত্তেজিত করলে হাতির দল উৎপাতকারিদের তাড়া করে। এতে উপস্থিত সবাই দৌঁড়ে পালিয়ে গেলেও বৃদ্ধ আব্দুল হামিদ তাড়া খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে স্থানীয়রা কেউকেউ বলছেন হাতির সরাসরি আক্রমনেই হামিদ মারা গেছেন।

শ্রীবরর্দী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেছেন, ওই বৃদ্ধের মৃত্যুর কারণ নিয়ে দু’ধরনের বক্তব্য পাওয়া গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় নিয়মিত মামলা হয়েছে।  

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //