বিজয় দিবসের বেলুন ফোলাতে গিয়ে বিস্ফোরণে নিহত ১

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের নীচ তলায় বিজয় দিবসের বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আনোয়ার ব্যাপারী (৫০) নামে এক বেলুন বিক্রেতা মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এ দূর্ঘটনা ঘটে। 

আনোয়ার ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার হারুাকান্দি গ্রামের কাওছার ব্যাপারীর ছেলে। 

আহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে কবির হোসেন (২০) ও নিহত আনোয়ারের ছেলে সোহেল ব্যাপারী।

জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে তাদের ৬০০ বেলুন ফুলানোর কথা ছিল। এরমধ্যে ২০০ বেলুন ফুলানোর পর শনিবার ভোর ৪টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।  

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফোলাচ্ছিলেন তারা। এসময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আনোয়ারের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হয় কবির ও সোহেল। পরে আনোয়ারকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়। বাকি দুজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //