কক্সবাজারে ৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল মতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ রবিবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) এবং কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে আবেদন দিয়েছেন। কক্সবাজারের অপর ২টি আসনের কোনো প্রার্থী এ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেননি।


আজ রবিবার(১৭ ডিসেম্বর) কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান এসব তথ্য জানিয়েছেন।


জেলা প্রশাসনের কার্যালয়ের তথ্য বলছে, রবিবার দুপুর পর্যন্ত কক্সবাজার-১ আসনের বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন, জাতীয় পার্টির এ. এইচ. সালাউদ্দীন মাহমুদ এবং কক্সবাজার-২ আসনের জাকের পার্টির মোহাম্মদ ইলিয়াছ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।


ফলে কক্সবাজার-১ আসনের বর্তমানে প্রার্থীরা হলেন- বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ বেলাল উদ্দিন, ওয়ার্কার্স পার্টির আবু মোহাম্মদ বশিরুল আলম, জাতীয় পার্টির হোসনে আরা, বর্তমান সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, এমপি জাফরের পুত্র তানভীর আহমদ সিদ্দিকী তুহিনের।


কক্সবাজার-২ আসনের বর্তমান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জাকের পার্টির মোহাম্মদ ইলিয়াছ, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির মাহাবুবুল আলম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ জিয়াউর রহমান, ইসলামী ঐক্যজোটের মো. ইউনুস, বাংলাদেশ সুপ্রিম পার্টি -বিএসপির মোহাম্মদ খাইরুল আমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমের প্রার্থী মোহাম্মদ শরীফ বাদশার।

এছাড়া কক্সবাজার ৩ ও ৪ আসন থেকে এখনও কেউ মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেনি।

কক্সবাজার ৩ সদর, ঈদগাও ও রামু আসনে মনোনয়নপত্র দাখিলকারি ৬ জনের মধ্যে ৪ জনের বৈধ হন। এরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ তারেক, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন, বাংলাদেশ ন্যাশানালিস্ট ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মনোনয়নপত্র দাখিলকারি ৯ জনের মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। এরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির ফরিদ আলম, জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার ভুট্টো, তৃনমূল বিএনপির মুজিবুল হক মুজিব, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গনি চৌধুরী, বাংলাদেশ কংগেসের মো. ইসমাইল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //