স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার মহুলের সমর্থকদের ওপর হামলা, গ্রেপ্তার ৩

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের কর্মীসমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। 

গতকাল শনিবার (১৬ ডিসেম্বর) রাতে তার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়কসহ কয়েকজন নেতাকর্মীদের পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

এসময় যুবলীগের কার্যালয়ও ভাংচুর করে তারা। এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- হরিণাকুন্ড চটকাবাড়িয়া গ্রামের মৃত নিজাম মণ্ডলের ছেলে হযরত আলী, একই গ্রামের শাহজাহান লস্করের ছেলে রানা লস্কর ও আদর্শপাড়া গ্রামের আবুল কালাম বিশ্বাসের ছেলে আতিয়ার রহমান। তারা সবাই আওয়ামী লীগ কর্মী বলে জানা গেছে।

জানা যায়, শনিবার রাতে উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুল হক জুয়েল দলীয় কার্যালয়ে নির্বাচন নিয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছিলেন। রাত ৯টার দিকে প্রায় ৩০ জনের একটি দল আচমকা যুবলীগের কার্যালয়ে ঢুকে উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুল হক জুয়েল, সাবেক ছাত্রলীগ নেতা সাদিক হোসেনসহ উপস্থিত কয়েকজন নেতাকর্মীকে পিটিয়ে জখম করেন।

এসময় তারা কার্যালয়ের চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্রও ভাংচুর করেন। যুবলীগ নেতাকর্মীদের অভিযোগ, আহ্বায়ক আশরাফুল হক জুয়েলসহ তার নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুল হক জুয়েল জানান, আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের সাথে একমত হয়েই নির্বাচন করছি। তিনি স্বতন্ত্র প্রার্থীর ব্যাপারে এবার কোনো বিধি নিষেধ আরোপ করেননি যাতে জনগণের নিকট অধিক গ্রহণযোগ্য কেউ নির্বাচিত হয়। এতে তো আপত্তি থাকার কথা নয়। আজ দলীয় কার্যালয়ে বসে থাকা অবস্থায় আমাদের হামলার শিকার হতে হলো।

এ তথ্য নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নির্বাচন কমিশনের ঘোষিত বিধিমালা বাস্তবায়নে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। যুবলীগের অফিস ভাংচুরসহ নেতাকর্মীদের হামলার খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। এখন পর্যন্ত তিন হামলাকারীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //