মাদারীপুরে ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর সংসদীয় ৩টি আসনে তিনজন জাকের পার্টি ও একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

আজ রবিবার (১৭ ডিসেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খানের নিকট মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন জমা দেন।

তারা হলেন- মাদারীপুর-১ আসনের জাকের পার্টির প্রার্থী মো. মাসুদ শিকদার, মাদারীপুর-২ আসনের জাকের পার্টির প্রার্থী মো. আসাদুজ্জামান আকন ও মাদারীপুর-৩ আসনের জাকের পার্টির প্রার্থী মোহাম্মাদ ইকবাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তৌফিকুজ্জামান।

সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //