পাবনায় প্রতীক বরাদ্দ, হুমকির অভিযোগ স্বতন্ত্র প্রার্থীদের

দ্বাদশ জাতীয় সংসদ নিবাচনে পাবনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ধাপে পাবনার ৫টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান প্রতীক বরাদ্দ দেন। প্রথম ধাপে পাবনা-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের এবং দ্বিতীয় ধাপে পাবনা-৪ ও ৫ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এসময় দলীয় প্রার্থীদের তাদের দলীয় প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর বাইরে পাবনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদকে ট্রাক প্রতীক, পাবনা-২ আসনে বিএনএম প্রাথী ডলি সায়ন্তনীকে নোঙর প্রতীক, পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রাথী আব্দুল হামিদকে ট্রাক প্রতিক এবং পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রাথী পাঞ্জাব আলী বিশ্বাস ঈগল প্রতীক বরাদ্দ পান।

প্রতীক বরাদ্দ পর পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ ও পাবনা-২ আসনের বিএনএম প্রার্থী ডলি সায়ন্তনী তাদের বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করে নির্বাচন কমিশন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আব্দুল হামিদ বলেন, ‘প্রচারণা শুরুর অনেক আগে থেকেই নৌকার নেতাকর্মীরা বিভিন্নভাবে আমাকে এবং আমার সমর্থকদের হুমকি দিচ্ছেন। নৌকায় ভোট না দিলে ভোট কেন্দ্রে আসার দরকার নেই, নৌকার বাইরে কেউ ভোট দিলে হাত-পা ভেঙে দেয়া হবে-এমন বক্তব্য দিচ্ছেন তারা। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতি থাকলে নির্বাচন সুষ্ঠ হবে না। ভোটকে উৎসবমুখর ও গ্রহণযোগ্য করতে প্রধানমন্ত্রীর যে চ্যালেঞ্জ সেটি প্রশ্নবিদ্ধ হবে। তাই নির্বাচন কমিশন ও প্রশাসনের কঠোর পদক্ষেপ জরুরি।’

ডলি সায়ন্তনী বলেন, ‘ইতিমধ্যে এলাকায় আমার একটি আলাদা ইমেজ তৈরি হয়েছে। মানুষ আমাকে গ্রহণ করেছেন। কিন্তু আমি যাতে নির্বাচন করতে না পারি এজন্য ফোনে ও মেসেজে হুমকি আসছে। তাই আমি নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছি। আশা করছি সবার সহযোগিতায় একটি উৎসবমুখর নির্বাচন হবে।’

পাবনা-৪ আসনের নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফ বলেন, ‘আমি পাবনা-৪ আসনে সকল প্রার্থীকে স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রচারণা চালাতে অনুরোধ করবো। আমার দ্বারা কেউ হুমকির শিকার হবেন না। আমি তাদের সহযোগিতা করবো। সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠ ও উৎসবমুখর নির্বাচন আমরা উপহার দেব।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //