গাইবান্ধায় ৩৪ প্রার্থী লড়বেন যেসব প্রতীক নিয়ে

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ৩৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়া মাত্রই ভোটের মাঠে প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেন গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১০ জন, গাইবান্ধা-২ (সদর) আসনে ৫ জন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ১০ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৩ জন ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গাইবান্ধা-১ আসনে শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), আইরিন আক্তার (হাত ঘড়ি), খন্দকার রবিউল ইসলাম (ঘড়ি), মর্জিনা খান (আম), মো. আবু ববক্কর সিদ্দিক (গামছা), গোলাম আহসান হাবীব মাসুদ (মশাল), মো. ফকরুল হাসান (ডাব), ওমর ফারুক সিজার (টেলিভিশন), আব্দুল্লাহ নাহিদ নিগার (ঢেঁকি) ও জয়নাল আবেদীন (ট্রাক)।

গাইবান্ধা-২ আসনে আব্দুর রশিদ সরকার (লাঙ্গল), শাহ সারোয়ার কবীর (ট্রাক), মোছা. মাছুমা আক্তার (ঈগল পাখি), জিয়া জামান খান (আম), মো. গোলাম মারুফ মনা (মশাল)।

গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম স্মৃতি (নৌকা), মইনুর রাব্বী চৌধুরী (লাঙ্গল), মো. আজিজার রহমান (ঢেঁকি) সাহারিয়া খান বিপ্লব (ট্রাক), মফিজুল হক সরকার (ঈগল পাখি), মো. মনজুরুল হক (নঙ্গর), মোস্তফা মনিরুজ্জামান (গামছা), মাহমুদুল হক (হাতঘড়ি), জাহাঙ্গীর আলম সরকার (আম), এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল)।

গাইবান্ধা-৪ আসনে আবুল কালাম আজাদ (নৌকা), কাজী মশিউর রহমান (নাঙ্গল), মনোয়ার হোসেন চৌধুরী (ট্রাক)।

গাইবান্ধা-৫ আসনে মাহমুদ হাসান রিপন (নৌকা) আতাউর রহমান সরকার আতা (লাঙ্গল), শামসুল আজাদ শীতল (ঈগল পাখি), জাহাঙ্গীর আলম (কুলা), ফারুক মিয়া (আম), ফারজানা রাব্বী বুবলী (ট্রাক)।

গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব বলেন, জেলার ৫টি আসনে ৭টি উপজেলার ৮১টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ৬৪৬টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই ৫টি আসনে ২০ লাখ ৫২ হাজার ৬৯৮টি ভোটার রয়েছে। এর মধ্যে গাইবান্ধা-১ আসনে ৩ লাখ ৯৩ হাজার ৪৪, গাইবান্ধা-২ আসনে ৩ লাখ ৯১ হাজার ৯৬৯, গাইবান্ধা-৩ আসনে ৪ লাখ ৭৪ হাজার ৮৭৬, গাইবান্ধা-৪ আসনে ৪ লাখ ৩৯ হাজার ৯২৪ ও গাইবান্ধা-৫ আসনে ৩ লাখ ৬২ হাজার ৮৮৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //