বনফুল পরিবহনের ধাক্কায় ব্যবসায়ী নিহত

পিরোজপুরের ইন্দুরকানীতে বনফুল পরিবহনের ধাক্কায় মো. মারুফ হোসেন তালুকদার (২৯) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার উমেদপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

মারুফ টগড়া গ্রামের মৃত আ. সালাম তালুকদারের ছোট ছেলে। তিনি টাইলসের ব্যবসা করতেন। 

জানাগেছে, মারুফ সকালে মোটরসাইকেলে ব্যবসার কাজে পাড়েরহাট যাচ্ছিলেন। পথিমধ্যে উমেদপুর ব্রীজের কাছে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়ীয়াগামী বনফুল পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে বনফুল পরিবহনের চালকসহ ঘাতক বাসটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //