দল বদলের প্রশ্নে শাহজাহান ওমর বললেন ‘আস্তাগফিরুল্লাহ’

বরিশালে হঠাৎ করেই সংবাদ সম্মেলন ডেকে নির্বাচনের আগে নিজের অবস্থান জানান দিয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া ব্যারিস্টার শাহজাহান ওমর, বীর উত্তম।

আজ বুধবার (২০ ডিসেম্বর) রাত আটটায় নগরীর বগুড়া রোডে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও ঝালকাঠি-২ আসনে আমির হোসেন আমুর বাস ভবনে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনের শুরুতে শাহজাহান ওমরের দল বদলের বিষয়ে ব্যাখ্যা দেন আমির হোসেন আমু। তিনি বলেন, দেশের বর্তমান বাস্তবতায় সাংবিধানিক ভিত্তি বজায় রাখা ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে শাহজাহান ওমর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদান করেছেন।

সংবাদ সম্মেলনে বিএনপি থেকে আওয়ামী লীগে দল বদলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, ‘উপমহাদেশের সবচেয়ে বড় নেতা ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। দেশ ও জাতির স্বার্থে তার জীবদ্দশায় তিনি ৬টি দল বদল করেছেন। তাই আমিও বর্তমান বাস্তবতায় দেশের স্বার্থে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছি। তবে আওয়ামী লীগ ছেড়ে আবারো দল বদল করবেন কি না, এমন প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন ‘আস্তাগফিরুল্লাহ’।

রাজাপুরের আওয়ামী লীগ তার সঙ্গে নির্বাচনে কাজ করবে না- এমন খবরের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, ‘এটা আপনাদের মনগড়া রিপোর্ট। আমার সঙ্গে আওয়ামী লীগের সবাই আছে। এখানে (সংবাদ সম্মেলনে) রাজাপুর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত আছেন।’

পরে বিএনপির আন্দোলন প্রশ্নে আমির হোসেন আমু বলেন, ‘বিএনপির ভবিষ্যত কী? যার কমনসেন্স আছে, তারা উপলব্ধি করতে পারবেন। তাদের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তাদের অবরোধ কেউ মানছে না। জনজীবন সব স্বাভাবিক আছে। গাড়িঘোড়া সব চলছে।’

আমু আরো বলেন, ‘আন্দোলন করতে হলে জনগণের সম্পৃক্ততা থাকতে হয়। বিএনপি জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বহু আগেই। এ দেশে সব সফল আন্দোলন আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। এরশাদের বিরুদ্ধে, বিএনিপির বিরুদ্ধে আন্দোলন করে সফল হয়েছে আওয়ামী লীগ।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //