জয়পুরহাটে দুর্ঘটনায় ভ্যানচালকসহ নিহত ২

জয়পুরহাটের কালাইয়ে তেলবাহী লরির ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানচালক রফিকুল ইসলাম (৪৫) এবং যাত্রী আব্দুস সোবহান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানের দুইজন যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ সোবহানকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ভ্যানচালক রফিকুলকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে তিনিও মারা যান। 

আজ বুধবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ৬টার দিকে কালাই পৌরশহরের পুলিশ প্লাজা এলাকায় বগুড়া-জয়পুরহাট মহাসড়কে এ ঘটনা ঘটে। এ বিষয় নিশ্চিত করেছেন কালাই থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন।

নিহতরা হলেন- জেলার ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের মৃত জিয়াউদ্দিনের ছেলে আব্দুস সোবহান এবং একই গ্রামের গুদলি হোসেনের ছেলে ভ্যানচালক রফিকুল ইসলাম। এছাড়া আহতরা হলেন- একই গ্রামের মৃত ইয়াজুদ্দিনের ছেলে মুনছুর আলী (৩২), মৃত শাহাদত আলীর ছেলে সুজাউল ইসলাম (৫০)। 

ওসি তদন্ত আনোয়ার হোসেন জানান, সন্ধ্যায় ভ্যানচালক রফিকুল ইসলাম কয়েকজন যাত্রী নিয়ে কালাই বাজার থেকে  তারাকুল গ্রামে যাচ্ছিলেন। পথে  পুলিশ প্লাজা এলাকায় একটি তেলবাহী লরি পিছন থেকে এসে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তেলবাহী লরির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ভ্যানচালকসহ চারজন গুরুত্বর আহত হন। পরে তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ আব্দুস সোবহানকে মৃত ঘোষণা করেন। আর আহত তিনজনের মধ্যে ভ্যানচালক রফিকুলের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পথে তিনিও মারা যান। এ ঘটনার পর লরির চালক ও সহকারী পালিয়ে যান।

ওসি আরও জানান, হতাহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //