ঝিনাইদহ-২: বারবার হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী মহুলের সমর্থকরা

ঝিনাইদহ-২ (ঝিনাইদহ-হরিণাকুণ্ডু) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থকদের ওপর আওয়ামী লীগ সমর্থকরা বারবার হামলা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। এ হামলায় নির্বাচনী অফিস, গাড়ি ভাঙচুরসহ অনেক সমর্থক আহত হয়েছেন।

জানা যায়, ১৬ ডিসেম্বর রাতে দলীয় কার্যালয়ে নির্বাচন নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছিলেন। এ সময় প্রায় ৩০ জনের একটি দল আচমকা যুবলীগের কার্যালয়ে ঢুকে উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুল হক জুয়েল, সাবেক ছাত্রলীগ নেতা সাদিক হোসেনসহ উপস্থিত কয়েকজন নেতাকর্মীকে পিটিয়ে জখম করেন। এ সময় তারা কার্যালয়ের চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্রও ভাঙচুর করেন। যুবলীগ নেতাকর্মীদের অভিযোগ, আহ্বায়ক আশরাফুল হক জুয়েলসহ তার নেতা-কর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। 

এছাড়া ১৮ ডিসেম্বর সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থক সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ বাসুদেবপুর বাজারে হামলার শিকার হন। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ঘটনাস্থলে আসেন। এক পর্যায়ে নৌকার প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালান। এ সময় অন্তত চারজন আহত হন। এ ঘটনায় সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, ১৯ ডিসেম্বর রাতে হরিণাকুণ্ডু উপজেলার শাখারীদহ বাজারে ঈগল প্রতীকের নির্বাচনী অফিসে হামলা চালিয়েছে আওয়ামী লীগের সমর্থকরা। স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধি কামরুল জোয়ারদারের অভিযোগ, রাত ৯টার দিকে নেতা-কর্মীদের নিয়ে শাখারীদহ বাজারে চা পান করছিলেন তিনি। হঠাৎ করে নৌকার সমর্থকরা তাদের ওপর হামলা চালান। এ সময় নির্বাচনী অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। হামলায় শাখারীদহ গ্রামের তিনজন আহত হন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নির্বাচন কমিশনের ঘোষিত বিধিমালা বাস্তবায়নে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। ভাঙচুরসহ নেতা-কর্মীদের হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায়ও নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থকদের ওপর নৌকা প্রার্থীর নেতা-কর্মীরা হামলা চালায়। পোড়াহাটি ইউনিয়নের ঘোড়ামারা নামক গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আকাশ (২০), শুকুর আলী (৬৫), মাসুম (৪৪), আকাশ শেখ (৩০), আবিজ লস্কর (৩৭), বাজিতপুর গ্রামের একরাম ও নিজপুটিয়া গ্রামের রজব আলীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থকরা নির্বাচনী ক্যাম্পে বসে চা খাচ্ছিলেন। এ সময় নৌকা প্রার্থীর সমর্থকরা সামনে দিয়ে যাওয়ার সময় স্বতন্ত্র প্রার্থী মহুলের সমর্থকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছে। নির্বাচনী ক্যাম্পের চেয়ার-টেবিলসহ চায়ের কাপ, কেটলি ভাঙ্চুর করা হয়। পরে পুলিশ খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দীন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও কোন মামলা হয়নি। তবে আটকের চেষ্টা চলছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সোহা জানান, আহতদের একজনকে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে আমরা তাকে রেফার্ড করেছি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //