সেন্টমার্টিনে পর্যটকের মৃত্যু

সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে হৃদক্রিয়া বন্ধ  হয়ে তিনি মারা যান।

ওই পর্যটকের নাম মো. মাসুদুর রহমান। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাউলার চরের বাসিন্দা। টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাসুদুর রহমান ব্র্যাকের কর্মকর্তা হিসেবে টেকনাফে চাকরি করতেন। তার স্ত্রী দেওয়ানগঞ্জ সরকারি কলেজের শিক্ষক। স্ত্রী-সন্তানদের নিয়ে সেন্টমার্টিনে বেড়াতে এসে তিনি মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাসুদুর রহমানের স্ত্রী মাসুমা আক্তার বলেন, আমার স্বামীর হৃদরোগের সমস্যা ছিল। ভোরে হঠাৎ করে বুকে ব্যথা শুরু হলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেন্টমার্টিন ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসক নাঈমুর রহমান বলেন, হৃদরোগজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //