কোনো প্রার্থীকেই ছোট করে দেখার সুযোগ নেই: পররাষ্ট্রমন্ত্রী

কোনো প্রার্থীকেই ছোট করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সিলেট-১ আসনে নৌকার প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  

আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকালে সিলেট নগরীতে নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, নির্বাচন ঘিরে সরকারের কোনো চাপ নেই। নির্বাচনে কোনো প্রার্থীকেই ছোট করে দেখার সুযোগ নেই। তবে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে তৃণমূল নেতাকর্মীরা কাজ করছে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সিলেটের সবকটি আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়লাভ করবে। তবে কোনো নির্বাচই সহজ নয়, সকল আসনেই প্রতিদ্বন্দ্বিতা হবে। উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে যাবে।

এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে নৌকার প্রার্থী হয়ে লড়ছেন পররাষ্ট্রমন্ত্রী।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ভোট হবে আগামী বছরের ৭ জানুয়ারি। এবার সিলেটের ৬টি আসনে ৩৪ জন প্রার্থী লড়ছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //