স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ঘাড় মটকে দেওয়ার হুমকি সমাজকল্যাণমন্ত্রীর

নির্বাচনী জনসভায় বক্তব্যে গোলাম মর্তুজা হানিফ নামে এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ঘাড় মটকে দেওয়ার হুমকি দিয়েছেন লালমনিরহাট-২ (আদিতমারি-কালীগঞ্জ) আসনের নৌকার প্রার্থী সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। হানিফ একজন বীর মুক্তিযোদ্ধা এবং কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) রাতে কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের চামটারহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় নৌকার প্রার্থী সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হকের নির্বাচনী কর্মী মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফকে ঘাড় মটকে দেওয়ার হুমকি দেন।

মন্ত্রী বলেন, সেদিন ভুল্ল্যারহাট মিটিং-এ গোলাম মর্তুজা হানিফ যে বাজে কথা বলেছে, তাকে সতর্ক করে দিচ্ছি; এই ধরনের বাজে কথা যদি আর কোনদিন বলো 'তোমার ঘার মটকে দেবো'। তুমি এখনো লোক চেন না। তোমার চরিত্রের নাই ঠিক। তুমি কাজের মেয়ের সাথে অসৎ সম্পর্ক গড়ে তুলে বড় নেতা সাজতে চাও!

মুহূর্তের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রীর ওই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় (ফেকবুক) ছড়িয়ে পরে। নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াচ্ছে মন্ত্রীর ওই বক্তব্য।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মী বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ বলেন, সমাজকল্যাণমন্ত্রী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ঈগল পাখি মার্কার জনসমর্থন দেখে উম্মাদ হয়ে গেছেন। তাই ক্ষোভে মন্ত্রী বিভিন্ন নির্বাচনী জনসভায় নানা কথা বার্তা বলছেন।

নৌকা মার্কার ওই নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা ও সমাজকল্যাণমন্ত্রীর এপিএস মিজানুর রহমান মিজান বক্তব্য রাখেন। ওই জনসভায় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //