ঝিনাইদহ জেলায় সর্বোচ্চ আয়কর প্রদানকারী মেয়র হিজল

‘আমরা বদলে যাব, আমরা বদলে দিব’ এ স্লোগানকে সামনে নিয়ে সেরা করদাতা-২০২৩ এ সর্বোচ্চ করদাতার পুরস্কার জিতে নিয়েছেন ঝিনাইদহ পৌর মেয়র ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিভাগীয় শহর খুলনাতে তার হাতে এ পুরস্কার তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম।

জানা যায়,  ২০২২-২০২৩ অর্থ বছরের ঝিনাইদহ জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী হওয়ায় তাকে সম্মাননা প্রদান করা হয়। এ অর্থবছরে ১ কোটি ৬৭ লাখ টাকার কর প্রদান করেন তিনি। তবে তিনি পৌর মেয়র হিসাবে নয় তার ব্যক্তিগত প্রতিষ্ঠানের আয়কর প্রদান করেন।

ঝিনাইদহ পৌর মেয়র ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা ‘আমরা স্বাবলম্বী হব, সকলে কর দেব’ সেই কথায় উদ্বুদ্ধ হয়ে তিনি এ আয়কর প্রদান করেন।

তিনি আরও বলেন, সবাইকে তাদের আয়কর প্রদান করা উচিৎ। এতে দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। দেশ এগিয়ে যায়। দেশের উন্নয়নে একটু হলেও সুযোগ পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। এর আনন্দ ব্যক্ত করার না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //