ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করায় যুবলীগ নেতা লাঞ্ছিত, থানায় জিডি

অশালীন ভাষায় গালিগালাজ ও  শারীরিকভাবে  লাঞ্ছিত করার অভিযোগে ঝিনাইদহ-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী এমপির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জেলা যুবলীগ আহ্বায়ক আশফাক মাহমুদ জন। 

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের চাকলা পাড়া মসজিদ মার্কেটে সামনে এ ঘটনা ঘটে। জিডির খবরটি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি শহীন উদ্দীন।

স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের কর্মী ও যুবলীগ আহ্বায়ক আশফাক মাহমুদ জন অভিযোগ করেন, ঘটনাস্থলে এসে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী এমপি প্রথমে যুবলীগ কর্মী আহাদ আলীর শার্টের কলার চেপে ধরে এলোপাথাড়ি কিল-ঘুসি মারতে থাকেন। এসময় এমপি তাহজীব আলম জনকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকেন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে জনকে গুলি করতে বডি গার্ডকে  নির্দেশ দেন এমপি।

এসময় আশপাশ থেকে লোকজন ছুটে আসে। এরপর স্বতন্ত্র প্রতীক ঈগলের সর্মথকদের খুন করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান আশফাক মাহমুদ জন।

সদর থানার ওসি শহীন উদ্দীন বলেন, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। যার নম্বর ১৬৭৭।

ঘটনাটি নিয়ে নির্বাচনী এলাকায় নতুন করে নৌকা ও ঈগল প্রতীকের সর্মথকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //