নেত্রকোণায় বিএনপির নির্বাচন বর্জনের প্রচারণা, আটক ১

নেত্রকোণার পূর্বধলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের কর্মসূচি পালনের সময় উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবুল কাশেমকে (৫৫) আটক করেছে পুলিশ। সে উপজেলার ছোছাউড়া গ্রামের নূর হোসেনের ছেলে।

গতকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদারের নেতৃত্বে উপজেলার জারিয়া বাজারে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছে বিএনপির নেতাকর্মীরা।

পূর্বধলা উপজেলার বিএনপি ও পুলিশ সূত্রে জানা গেছে, সরকার পতনের একদফা দাবিতে ভোট বর্জনের পাশাপাশি বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনে সকলের সমর্থন কামনা করেন। এর অংশ হিসেবে সব ধরণের ভ্যাট-ট্যাক্স, ইউটিলিটি বিল ও মামলার হাজিরা না দিয়ে সরকারকে অসহযোগিতার আহ্বান জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহিম, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ নওয়াব,  উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের ফকির, উপজেলা কৃষক দলের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম.এ মনসুর আজাদ খোকন আকন্দ, মিজানুর রহমান তালুকদার, শফিকুল ইসলাম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মুমিনুল ইসলাম মুন্না, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহম্মেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিজন খান, জারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোলাইমান মিয়া, সাধারণ সম্পাদক শামসুল হক মন্ডলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় একাধিক বাসিন্দা জানান নির্বাচন বিরোধী অপপ্রচার চালাচ্ছে আবুল কাসেম। খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ তাকে আটক করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //