৩ দিন সেন্টমার্টিনে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা

সেন্টমার্টিনে তিনদিন জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। সেই সঙ্গে বন্ধ থাকবে কক্সবাজারের সকল আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্ট। এই সময়ে কোন পর্যটক বা বহিরাগত কক্সবাজার হোটেলে রুম ভাড়া করে অবস্থান করতে পারবেন না।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ৬, ৭ ও ৮ জানুয়ারি প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে কোন জাহাজ চলাচল করতে পারবে না৷ একইসঙ্গে বন্ধ থাকবে কক্সবাজার ও সেন্টমার্টিন দ্বীপের সকল হোটেল-মোটেল, গেস্ট হাউজ, রেস্টহাউজ ও আবাসিক হোটেল।  

আজ শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

মাসুদ রানা বলেন, আগামী ৬ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সকল জাহাজ চলাচল বন্ধ থাকবে। সেই সাথে কক্সবাজার ও সেন্টমার্টিন দ্বীপের সকল হোটেল-মোটেল, গেস্ট হাউজ ও আবাসিক হোটেল বন্ধ থাকবে। এই সময়ে কোন বহিরাগত বা পর্যটক রুম নিয়ে হোটেলে অবস্থান করতে পারবেন না।  

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //