বরিশাল-৩

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর

বরিশাল-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান আতিকের ‘ট্রাক’ প্রতীকের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (১ জানুয়ারি) রাতে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে। মুলাদী-বাবুগঞ্জ আসনে মহাজোট সমর্থিত জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীকের কর্মীরা ‘ট্রাক’ প্রতীকের নির্বাচনী কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থী আতিকুরের।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর বিশেষ শাখার (সিটিএসবি) একটি রিপোর্টে বলা হয়েছে, নির্বাচন নিয়ে রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা ফেরিঘাটে ‘লাঙ্গল’ মার্কার সমর্থক নাসির আকন ও রিপন হাওলাদারদের সাথে ‘ট্রাক’ প্রতীকের সমর্থক জাহিদুল ইসলাম নয়ন মেম্বারের কথা কাটাকাটি হয়।

এর একপর্যায় জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর অনুসারী মো. রানা, জসিম ও সম্রাটসহ ৪-৫ জন মিলে ‘ট্রাক’ প্রতীকের নির্বাচনী কার্যালয়ে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করেন।

এদিকে, খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে তাদের ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলা-ভাঙচুরকারীরা পালিয়ে যান।

আতিকুর রহমান আতিক বলেন, আমার ট্রাক প্রতীকের জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে জাতীয় পার্টির প্রার্থীর গোলাম কিবরিয়া টিপুর লোকজন আমার নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করেছেন। তারা ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতেই এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। তাদের এমন কর্মকাণ্ডে বরিশাল-৩ আসনে ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক লোকমান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। নির্বাচন নিয়ে কথা কাটাকাটির জেরে এই ঘটনা ঘটেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তবে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //