ঝিনাইদহে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ প্রদান

ঝিনাইদহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ প্রদাণ করা হয়েছে। আজ বুধবার (৩ জানুয়ারি) সকালে শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে জেলা নির্বাচন অফিস। 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ অন্যান্যরা পোলিং এজেন্টদের প্রশিক্ষণ প্রদাণ করেন।

ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্যে জানা যায়, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৪টি আসনে মোট ভোটার ১৫ লাখ, ১ হাজার ১৮৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৭ লাখ ৫৪ হাজার ৫১৯ জন, নারী ভোটার রয়েছে ৭ লাখ ৪৬ হাজার ৬৫৮জন। এছাড়া জেলায় মোট ১২ জন তৃতীয় লীঙ্গের (হিজরা) ভোট রয়েছে।

আরও জানা যায়, ঝিনাইদহ-১ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৩৩৬জন। এরমধ্যে পুরুষ ভোটর ১ লাখ ৫৩ হাজার ৫৭৭ জন, নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৫৯জন। 

ঝিনাইদহ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৬ হাজার ৩০০ জন, যেখানে পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ৫৩ জন, নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৭৬২ জন। 

ঝিনাইদহ-৩ আসনে মোট ভোটর সংখ্যা ৪ লাখ ৩ হাজার ২২৪ জন। ওই আসনে পুরষ ভোটার রয়েছে ২ লাখ ৩ হাজার ৯৪৪ জন, নারী ভোটর রয়েছ ১ লাখ ৯৯ হাজার ২৭৭ জন। 

ঝিনাইদহ-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৩২৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ৪৬৫ জন, নারী ভোটর সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৮৬০ জন। 

জানা যায়, জেলার ভোটাররা ৫৮৫টি ভোট কেন্দ্রের ৩ হাজার ৪২১টি ভোট কক্ষে ভোট প্রদান করবেন। এছাড়া জরুরি ভিত্তিতে ৩৯টি ভোট কক্ষ প্রস্তুত করা হয়েছে।

জেলার ৪টি আসনের ২৬ জন প্রার্থীর ১৩০ জন এজেন্টকে নির্বাচনে ভোটগ্রহণে করণীয় নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদাণ করা হয়। প্রশিক্ষণ শেষে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পোলিং এজেন্টদের শপথ করান জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //