ক্ষমা চাইলেন মতিয়া চৌধুরী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী তার নির্বাচনী এলাকা নকলায় ভোটারদের কাছে দীর্ঘদিনের চলার পথে ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইলেন। 

তিনি ভোটারদের উদ্দেশ্য বলেন, আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বাড়িতে এসে পারিবারিক কাজ সারবেন। যাই, যাচ্ছি, বলে দেরি করবেন না। কারণ, দেরি করলে অনেক সময় এক জনের ভোট আরেকজন ফলস দিয়ে দেয়।

আজ বুধবার (৩ জানুয়ারি) বিকেলে নকলা উপজেলার পৌর এলাকার জালালপুর মহল্লায় এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার এই স্বাধীন গণতান্ত্রিক দেশে মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থান এসব কিছুই প্রতিষ্ঠা করতে সফল হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্না, আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান শাহ বোরহান উদ্দিন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //